নতুন নাম ।। তমা কর্মকার

 


নতুন কোনো নাম দিওনা আমার ভালোবাসার
বন্ধুত্ব কর্তব্য কিংবা নিছক কাছে আশার|
একদিন সব গন্ডি পেরিয়ে তোমার জীবনে জ্বেলে ছিলাম আলো
সব কিছু ভুলে তোমাকে শুধু তোমাকেই বেসে ছিলাম ভালো |
পরিবারের টানে, আজ বুঝি, তুমি যাচ্ছ সরে
কেনো তবে বেঁধেছিলে এমন আপন করে |
জানি কোনো কিছুই থাকেনা জীবনভর
মানি কোনো কিছুই নয় অবিনশ্বর |
তবুও সেই বোঝে ভালোবাসা ভাঙার জ্বালা
যে জীবনে পড়েছে ভালোবাসার বিনাসুতার মালা |

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।