নতুন নাম ।। তমা কর্মকার

 


নতুন কোনো নাম দিওনা আমার ভালোবাসার
বন্ধুত্ব কর্তব্য কিংবা নিছক কাছে আশার|
একদিন সব গন্ডি পেরিয়ে তোমার জীবনে জ্বেলে ছিলাম আলো
সব কিছু ভুলে তোমাকে শুধু তোমাকেই বেসে ছিলাম ভালো |
পরিবারের টানে, আজ বুঝি, তুমি যাচ্ছ সরে
কেনো তবে বেঁধেছিলে এমন আপন করে |
জানি কোনো কিছুই থাকেনা জীবনভর
মানি কোনো কিছুই নয় অবিনশ্বর |
তবুও সেই বোঝে ভালোবাসা ভাঙার জ্বালা
যে জীবনে পড়েছে ভালোবাসার বিনাসুতার মালা |

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post