ছোট্ট খোকা করবে বিয়ে
পাড়াতে হৈ-চৈ,
টোপর শাড়ি আনলো বাবা
পাত্রি তবে কই?
দাদু গিয়ে ধরলো ঘটক
একটা কনে চাই,
কোথায় পাবে, কি ভাবে পাও?
আমার জানা নাই।
আমার নাতির শখ জেগেছে
করবে খুকি বিয়ে,
খাওয়া-দাওয়া সব ছেড়েছে
এই বায়না নিয়ে!
এমন করে কেটে গেল
গোটা ছ'য়েক মাস,
সংশয়-ভয় ধরলো চেপে
হতাশ ভরা শ্বাস।
তবে কি আমার শখের বিয়ে
আর হবেনা পূরণ?
ইচ্ছে সেতো ইচ্ছে রবে
স্বপ্ন দেখা বারন।
হঠাৎ করে মিলল কনে
ওপার গায়ের খুকি,
কথায় কাজে পাকনা খুবই
নেইকো কাজে ফাঁকি।
মলিন মুখে ফুঁটলো হাসি
খোকার সাথে পাড়ার
ধুমধামে হলো বিয়ে
দেখার কি যে বাহার।
*বর্ণপ্রপাত বাল্যবিয়ে নিরুৎসাহিত করে