খোকার বিয়ে ।। এস আর সাজেদুল করিম রেজা



ছোট্ট খোকা করবে বিয়ে
পাড়াতে হৈ-চৈ,
টোপর শাড়ি আনলো বাবা
পাত্রি তবে কই?

দাদু গিয়ে ধরলো ঘটক
একটা কনে চাই,
কোথায় পাবে, কি ভাবে পাও?
আমার জানা নাই।

আমার নাতির শখ জেগেছে
করবে খুকি বিয়ে,
খাওয়া-দাওয়া সব ছেড়েছে
এই বায়না নিয়ে!

এমন করে কেটে গেল
গোটা ছ'য়েক মাস,
সংশয়-ভয় ধরলো চেপে
হতাশ ভরা শ্বাস।

তবে কি আমার শখের বিয়ে
আর হবেনা পূরণ?
ইচ্ছে সেতো ইচ্ছে রবে
স্বপ্ন দেখা বারন।


হঠাৎ করে মিলল কনে
ওপার গায়ের খুকি,
কথায় কাজে পাকনা খুবই
নেইকো কাজে ফাঁকি।

মলিন মুখে ফুঁটলো হাসি
খোকার সাথে পাড়ার
ধুমধামে হলো বিয়ে
দেখার কি যে বাহার।

*বর্ণপ্রপাত বাল্যবিয়ে নিরুৎসাহিত করে

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।