হিঁজিবিজি শব্দ দিয়ে,
ইচ্ছের আবদার মেটানো।
ধুসর রঙ্গের বলপেন ছেড়ে,
স্মার্টফোনের নোটবুক।
হারমোনিয়ামের অষ্টসুর ছেড়ে,
ইউটিউব থেকে নেয়া ক্যারাওকে।
ইচ্ছের আবদার মেটানো।
ধুসর রঙ্গের বলপেন ছেড়ে,
স্মার্টফোনের নোটবুক।
হারমোনিয়ামের অষ্টসুর ছেড়ে,
ইউটিউব থেকে নেয়া ক্যারাওকে।
সত্যিকারের বন্ধু ছেড়ে,
নীল পৃথিবীর ভার্চুয়াল কানেকশন।
রুনা লায়লার পুরোনো সুর ছেড়ে,
দৃষ্টি, হাসানদের স্পেশাল ম্যাশাপ।
প্রেমের কবিতার পঙ্গক্তি ছেড়ে,
হিরো-আলম, সেফুদার ট্রল।
সিলেবাসের লেখাপড়া ছেড়ে,
ফেসবুকে নিউজফিড স্ক্রোল।
কিন্তু, আমাকে ছেড়ে কখনও,
ডিজিটালাইজেশনের স্রোতে ভেসে যাবে না তো?
সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।