জয় হউক বাঙালির ।। জরীফ উদ্দীন

 


বাংলা নববর্ষ। বাঙালি জাতির প্রাণের উৎসব। বাঙালির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তার প্রতীকী উপস্থাপনা। ধর্ম, বর্ণ নির্বিশেষে এই দিনে প্রাণে জাগায় নতুন স্পন্দন।

চৈত্রের শেষে বৈশাখের প্রথম দিনে সূর্য উদয়ের সাথে সাথে শুরু হয়ে যায় বাঙালির এই প্রিয় উৎসব। এই দিনটাকে কেন্দ্র করে গ্রামে গ্রামে বসে মেলা। মেলাকে কেন্দ্র করে বাঙালিয়ানার এক অভিনব উপস্থাপন প্রাণে জোগায় মহা আনন্দ। 

হা-ডু-ডু খেলার হাড্ডাহাড্ডি লড়াই, লাঠি খেলার টানটান উত্তেজনা, জারি-সারি গানে মন মাতানো সুরে হারিয়ে যায় বাঙালি তেপান্তরে! হালখাতায় হাসি ফুটে ক্রেতা-বিক্রেতার। সেই সাথে নতুন ধানের গন্ধে ভরে যায় চাষীমন। করোনার করাল গ্রাসে বাঙালি জনজীবন বিপন্ন, মলিনমুখে বরণ নববর্ষ। 

একদিন এই করোনা হেরে যাবে, মুছে যাবে ধরা থেকে। আমরা মুছে ফেলে সকল জরা-গ্লানি; শোক-তাপ-বেদনা-আক্ষেপ বস্তাবন্ধি করে কবর দিয়ে একদিন নতুন করে প্রাণে জাগবে প্রাণের উচ্ছ্বাস।

বর্ণপ্রপাত সকল লেখক-পাঠককে নিয়ে এগিয়ে যেতে যায় এক অসাম্প্রদায়িক চেতনার বাঙালি গড়তে। জয় হউক বাঙালির। শুভ নববর্ষ। 


সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।