শতাব্দী পেরিয়ে চৈত্রের শেষে
এলো রে বৈশাখ,
ভয় করিনা স্বাগত জানাই
এসো হে বৈশাখ।
কাল ঘন রাতে পশ্চিমের কোণে
বিজলীর চমকানি,
মনে হয় যেন ইরাকী যুদ্ধের
মার্কীনের হানা-হানী।
উত্তর হতে আসা দমকা বাতাস
ঝাপটা মারে গায়,
এলো মেলো করে দিলে তুমি
গ্রাম পাড়া মহল্লায়।
ক্ষুধায় ছিলে তুমি দিলাম খাবার
গাছপালা বাড়ি ঘর।
যাও হে বৈশাখ আবার এসো
বার মাসের পর।
এলো রে বৈশাখ,
ভয় করিনা স্বাগত জানাই
এসো হে বৈশাখ।
কাল ঘন রাতে পশ্চিমের কোণে
বিজলীর চমকানি,
মনে হয় যেন ইরাকী যুদ্ধের
মার্কীনের হানা-হানী।
উত্তর হতে আসা দমকা বাতাস
ঝাপটা মারে গায়,
এলো মেলো করে দিলে তুমি
গ্রাম পাড়া মহল্লায়।
ক্ষুধায় ছিলে তুমি দিলাম খাবার
গাছপালা বাড়ি ঘর।
যাও হে বৈশাখ আবার এসো
বার মাসের পর।
সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।