এবারের বৈশাখে হলো না পান্তা-ইলিশ খাওয়া
বাঙালি সেজে মঙ্গল শোভা যাত্রায় যাওয়া
পরেনি শাড়ি-ব্লাউজ খুকি, এঁটো জামা গায়ে
খোকা সারাদিন ঘুমে কি কাটাবে? রাগ করেছে মায়ে
বৃষ্টি পরেনি নতুন বছরে আবহাওয়া কি যে রুক্ষ
আতঙ্ক-ভয় ভীতি-হাহাকার চারদিকে ফেটে যায় বক্ষ
বসবে না মেলা গ্রাম বাংলার বটমূলে, টিএসসিটাও ফাঁকা
কেউ কখনো কল্পনা করেনি; বৈশাখে এমন ছবি আঁকা
মনের দুঃখে ঘরে বসে আমি লিখছি পঙক্তিমালা
তবুও জুড়ায় যদি জমানো বুকের এতটুকু জ্বালা
করোনা তুই বড্ড খারাপ কালবৈশাখীর চেয়েও
বুঝতে দিলে না আজ পহেলা বৈশাখ চলে গেলো।
সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।
অসাধারণ
ReplyDeleteধন্যবাদ। ভালো থাকবেন।
Delete