MrJazsohanisharma

অপয়া লকডাউন! ।। আশরাফুল আলম

 

লকডাউন ফকডাউন 
মানিনা না তো মানিনা।
পেটে কি আর অতশত মানবে?
ঘরে যদি বসে যাই,
পেট করবে খাই খাই
চিন্তার গহ্বরে টানবে!

পেটে যদি লাগে টান! 
খাই খাই করে গান,
মস্তকে লেগে যাবে যুদ্ধ!
ভুলে যাবো রোগশোক 
ঝঞ্জাট গোলযোগ;
খেয়ে নেব সবকিছু শুদ্ধ!

রোজ এনে,রোজ খাই
তাই শুধু কাজ চাই,
অপয়া লকডাউন চাইনা;
রোদে পুড়ে,ঘাম ঝড়ে,
বাঁচি আমি কাজ করে;
কারো কাছে হাত পেতে খাইনা।

জোটে নাকো সঞ্চয়,
তাই শুধু এতো ভয়
পন্যের দাম বাড়ে হরদম! 
দিন শেষে আয় যা-
খরচেই যায় তা,
মোটেও তা পোষে না একদম। 

আবার এলো রমজান,
বেড়িয়ে গেল তো জান,
গরীবের পিঠে পরে খড়্গ।
যাদের আছে টাকাকড়ি 
সবকিছু তাদের-ই 
নখদর্পনে যেন স্বর্গ। 

মজুদ রেখে চাল-ডাল 
খায় তারা ভরে গাল,
ব্যাপারীরাও তালগাছ বনে যায়।
বাজারেতে লাগে টান,
ভীন্ন সুরে ধরে গান
গরীবরা হিমশিম খেয়ে যায়।

সেহরি কি ইফতারে-
খায়না তো পেট পুরে,
কি ভাবে যায় তাদের দিনটা?
আছে যত ন্যাতাখ্যাতা-
জানো কি তাদের কথা,
আমার এই কবিতার mean টা।

যদি চলে লকডাউন,
পেট হবে শাটডাউন,
আমরা তো অনাহারে মরবো!
একথা আমার নয়,
খেটে খাওয়া লোকে কয়,
তাদেরকে বোঝাতে কি পারব?

সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।


আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post