টিকটিকি ।। দালান জাহান

 

ইদানীং ঘরের ভেতরে হাঁটতে পারি না
কতগুলো কালো রঙের টিকটিকি
লুকিয়ে থাকে আমার স্ত্রীর হিজল কেশে।

আমার আকাশ ঘন অন্ধকার
জলপাই রঙের ঘোড়াগুলোর পা
আটকে থাকে বর্ণিল ঘাসে।

যে ঘাসগুলো সকালে সবুজ
বিকেলে হলুদ এবং রাতে লাল হয়ে
আমাকে সালাত বানিয়ে খায় খাবার টেবিলে।

আমার হাতে অস্ত্রের আগুন
বরফের মতো ঠাণ্ডা হয়ে ঢুকে যায় মেরুদণ্ডে
এ কেমন অসুখ হলো মা
টিকটিকি ছাড়া কিছু দেখি না।

আমার হাতে একগ্লাস জল
তাতে পরিপূর্ণ রঙ নাকি টিকটিকি?
শুধু টিকটিকের ভয়ে অনন্তকাল আমার তৃষ্ণা না।


সূচিতে ফিরতে এখানে ক্লিক করুন।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।