জন্ম হয়েছে আমার সকল মানুষের মতো
বেড়ে উঠেছি প্রকৃতির নিয়ম মেনে যতো।
ছোট বেলায় মা-বাবা ছিলো অনেক আপনজন
কিশোর বয়সে হয়ে গেলাম পৃথিবীর অপ্রয়োজন।
এই ধারার দিকে তাকালে ঝড়ে নয়ন নীড়
ধারার কেউ মানে না আমি একজন বীর।
পথে পথে ঘুরি আর নরদমার পাশে থাকি
সন্ধ্যার আধার নেমে আসলে অনেক কথা ভাবি।
ক্ষুধার জ্বালায় পেট হয়েছে অনেক খানি খালি
তবু্ও কেউ দেয় না আমায় একটু ভাতের থালি।
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পরি রাস্তার এক ধারে
কখন জানি কেউ এসে আমায় মেরে ফেলে।
স্বজনের টানে অনেক স্বজন ছুটে আসে যারা
অচেনা এই পৃথিবীতে আমি আপনজন হারা।
পরেশ রবিদাস
ভোগডাঙ্গা, সদর কুড়িগ্রাম, পিতা বিন্দালাল রবিদাস, মাতা তারামণী রানী
শিক্ষার্থী, অর্নাস ৩য় বর্ষ, গনিত বিভাগ, কুড়িগ্রাম সরকারি কলেজ ।