তোমার জন্য ।। জান্নাতুল আরশি


তোমার জন্য পড়ে থাকা শিউলি ফুল!

তোমার জন্য না লেখা কবিতা!

তোমার জন্য ধূ-ধূ মরুভূমি!

তোমার জন্য সাগরের উত্থাল-পাতাল ঢেউ!

তোমার জন্য বৃষ্টির শহর!

তোমার জন্য চৈত্রের খরা!

তোমার জন্য অসময়ে বন্যা!

তোমার জন্য তৃষ্ণার্ত নয়ন!

তোমার জন্য আঠা শুকিয়ে যাওয়া টিপ!

তোমার জন্য ভেঙ্গে যাওয়া চুড়ি!

তোমার জন্য অপেক্ষার দীর্ঘ প্রহর!

তোমার জন্য নির্ঘুম রাত!

তোমার জন্য স্বপ্ন বিভোর!

তোমার জন্য লেপ্টে যাওয়া কাজল!

তোমার জন্য ছিঁড়ে ফেলা ডায়রির পাতা!

তোমার জন্য কোলাহল মুখর শুন্যতা!

তোমার জন্য অ-লেখা চিঠি!

তোমার জন্য এ মন!

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post