সোনালি দিনের প্রেম ।। নিলুফার ইয়াসমিন মিলি



সেই তুমি কবে এসেছিলে,

আমার মনের দোরগোড়ায়।

কড়া নেড়ে ছিলে কবে যেন, স্মরণে নেই। 

এতো টুকু মনে আছে,

সে দিন ছিল, সোনালী দিন 

আমার আঙিনা জুড়ে মুঠো মুঠো রোদ্দুর।


তোমায় নিয়ে কেটে গেছে অনেক বসন্ত,

কতো শরৎ এলো গেলো, কেটে গেছে হেমন্ত।

হিম ঝরা শীতে, একই চাদরের ছত্র ছায়ায়।

কেটেছে প্রহর ভালবাসার উষ্ণতায়।


তোমার আমার সম্পর্ক যেন আটপৌরে মায়ার বাঁধন,

যেন তৃষ্ণার সাথে জল।

শ্রাবণের ধারার মতো উজ্জীবিত,

কখনো বা অনুরাগের সাথে অভিমান।


একই সুতোয় বাঁধা, তোমার আমার মন,

অনন্ত কাল ধরে প্রবাহ মান, অবিচ্ছেদ্য এক বন্ধন।

মানুষ মরে যায়, ভালবাসা মরে না

সুবাস রয়ে যায় ক্ষয়িঞ্চু কাল ধরে।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।