সোনালি দিনের প্রেম ।। নিলুফার ইয়াসমিন মিলি



সেই তুমি কবে এসেছিলে,

আমার মনের দোরগোড়ায়।

কড়া নেড়ে ছিলে কবে যেন, স্মরণে নেই। 

এতো টুকু মনে আছে,

সে দিন ছিল, সোনালী দিন 

আমার আঙিনা জুড়ে মুঠো মুঠো রোদ্দুর।


তোমায় নিয়ে কেটে গেছে অনেক বসন্ত,

কতো শরৎ এলো গেলো, কেটে গেছে হেমন্ত।

হিম ঝরা শীতে, একই চাদরের ছত্র ছায়ায়।

কেটেছে প্রহর ভালবাসার উষ্ণতায়।


তোমার আমার সম্পর্ক যেন আটপৌরে মায়ার বাঁধন,

যেন তৃষ্ণার সাথে জল।

শ্রাবণের ধারার মতো উজ্জীবিত,

কখনো বা অনুরাগের সাথে অভিমান।


একই সুতোয় বাঁধা, তোমার আমার মন,

অনন্ত কাল ধরে প্রবাহ মান, অবিচ্ছেদ্য এক বন্ধন।

মানুষ মরে যায়, ভালবাসা মরে না

সুবাস রয়ে যায় ক্ষয়িঞ্চু কাল ধরে।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post