কলম কালির আঁধার
আর হৃদয় স্মৃতির শহর
কলম লেখে ইতিহাস
আর হৃদয় গড়ে ইতিহাস।
যন্ত্রণা , আনন্দ , আশা ও নৈরাশ্য
সবই জীবন ইতিহাসের এক-একটি দৃশ্য।
কতো শত চেতনা লেখে কলম
আর হৃদয় তার শান্তি কামনায়...
কখনো স্বপ্নলোকে যায় বহুদুর,
যেখানে কোনো প্রেমিক পুরুষ বাঁশিতে তোলে সুর।
কখনোও হৃদয় এই ভূবন ছেড়ে যায় স্বপ্নালোকে
কল্পনার কত রঙিন চেতনার বীর বেশে
সাঁতরে পাড়ি দেয় মহাসমুদ্র হেসে হেসে
হারিয়ে যায় কভূ অচেনা লোকে
নিজের অজান্তে কভূ পাড়ি জমায় স্মৃতির শহরে
সহস্র শতকোটি পদক্ষেপে গন্তব্যে পৌঁছে ভোরে।