বিশোবালা ।। নরোত্তম রায় প্রামাণিক


বিশোবালা- 
মেসেঞ্জার বক্স ভ্যাসেরে দেখিস তো?

এলা চৌপহর রাতিতো কেনেবা চোখু হাতে নিন খসি পরে
কেনেবা ভাদোরিয়া দ্যাওয়াগিজ্জনত আংশাং নাগে 
কেনে  যে ঔদপোহা  সাকাল অনষাও মনে মনে সরে সরে, 
কেনেবা  দোশোমির চানত চিঠি নেখির ধুন উঠে

 বিশোবালা - 
তোর বগল চাপিম একদিন দেখিস, 
তামান তারা সেদিন গোটো হয়্যা জোলোলৈ জ্বলিবে

নানাই নদীর উজান ভাঙ্গি পিরিতির ঢেউ উধাবে 
মেসেঞ্জার বক্স খুলি দ্যাখেক  কেনে 
কতয়না বুকঠিপিলা অভিমান আর হাপুনিক্কাস 
ঝরঝর করি শাপলা ফুটাবে    
চাটিভাঙ্গি উথাল আবেগ মনের কানিত ঢেউ ছিল্লাবে ।

০১/০৯/২১ 
পশ্চিমবঙ্গ
চামটিমুখী

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post