প্যারাময় প্রেম ।। আসমাউল হুসনা নিশা



প্রেম থাকবে উষ্ণতায় আঙ্গুলে আঙ্গুলে বৃষ্টির প্রতিটি ফোটায়,
প্রেম থাকবে শাড়ির কুচিতে,
প্রেম থাকবে গাল ভরতি দাড়িতে,
প্রেম থাকবে কিশোরীর ঘনকালো চুলে,
প্রেম থাকবে কিশোরের দু-নয়নে।

তারপর প্রেম যাবে জুতার তলে,
প্রেম যাবে উড়ে মাথার উপর দিয়ে,
প্রেম যাবে তার মায়ের হাতা খুন্তির কাছে মানে রান্না ঘরে,
প্রেম যাবে শ্বশুরের পানের বাটায়,
প্রেম যাবে দেবর ননদের চুলকানি মার্কা কথায়,
প্রেমের প থেকে যাবে বাকি সব শ্মশানে যাবে
প এর সাথে যোগ হবে প্যারা মানে প্যারা।

প্যারা লাগে প্যারা লাগে প্যারা লাগে রে 
প্রেম পিরিতি ভালোবাসা প্যারা লাগে রে... 

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।