গাঁয়ের আও ।। সাজেদুল করিম সুজন


কোনঠে থাকি বেরাইলেন বাহে তোমরা এত দিনে?
শহর যায়া গেইল্যন ভুলি, একনাও কি পড়ে  না মনে?

না কন বাহে অমন করি শুনলে নাগে শরোম
গাঁয়ের কথা ফাম হইলে মোর মন হয়া যায় নরম।
চারকি কোনা বাপে নিয়্য দিছে সেন টাহা পইস্য দিয়া
ছডার পডার করি থাকোং ওত্তি দুঃখ কষ্ট নিয়া।

ক্য বাহে কি হইছে আছেন ক্যানবা ফুলি
শুনব্যর চাং তোমার কতা কনতো এখনা খুলি..
কি আর কং দুঃখের কথা
ক্যাচোর ম্যাচোর শব্দের জ্বালা থোয়ায় না যায় কান
দিন নাই আইত নাই সমানে চলে যান
বইসনা মানুষ নাই বাহে যে গপ্প করমো বসি
এতি যেমন বিড়ি ধরেয়া টাইনব্যর নাগছি কষি
ওতি কোনা ব্যস্ত সগাই নিজের কাজের সাথে
ওমার গুলার কান্ড দেহি মোর দুঃখ বাড়ে তাতে
দালান গুলা কি বড় বাহে! ইট পাথরে গড়া
গেটের মইধ্যে নাঠি নিয়া দারোয়ান আছে খাড়া
কিছু জায়গা দেইখলে বাহে জুড়িয়া যায় প্রাণ
আর কিছু জায়গাত পাইবেন খালি পঁচা জিনসের ঘারান
একসেডেন তো অহরহ সদায় নাগি থাকে
তাও মানুষ হুমড়ি খেয়্যা চলে ঝাঁকে ঝাঁকে
গাও গ্ৰামের মিষ্টি হাওয়া জুড়ায় মনোপ্রাণ
কি অপরূপ সৌন্দর্য! গেয়ে যাই সে গান।।

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।