খোঁড়া পৃথিবীর বটে যাওয়া অবয়বে
স্বপ্নবাজ দু চার জন আঁকে অরণ্যের ছবি
হিংস্র রোদের ঠোঁটে থেকে
তোমার আমার ভূমি ও ভূমি-দেহ তামাটে
জীবনের শেষ পৃষ্ঠা পড়ি উল্টেপাল্টে
বিহ্বল পথ মাড়িয়ে পঁচন তীরে
দেখি বিদগ্ধ নদী, নদীর বুকে ফ্লাটবাড়ি
তাতে আবাস দেহবিলাসী আর দেহভোগীর
বিক্রি যাওয়া মগজে এখন মল-মূত্র
আজ দুপুরে ধূলোর ভাষায় নজর ফেলে
পড়ে নিয়েছি-
চুরি গেছে শীতলতার নূপুরধ্বনি
নেশা ও লোভাতুর চোখের রাত্রির কালো ডানায়
হারিয়ে গেছে ছেঁড়া ছেঁড়া ঘুম
প্রজাপতি উড়ে পড়ে রাত্রির চুলোয়
রাত্রিরাও হারায় পায়ের অক্ষর ও অবলম্বন
রৌদ্ররাও হারায় পথের খাঁচায়।
আমরা আসলেই পৃথিবী মায়ের বালাই।