আহত পৃথিবী ।। সৌমেন দেবনাথ

 

খোঁড়া পৃথিবীর বটে যাওয়া অবয়বে
স্বপ্নবাজ দু চার জন আঁকে অরণ্যের ছবি

হিংস্র রোদের ঠোঁটে থেকে
তোমার আমার ভূমি ও ভূমি-দেহ তামাটে
জীবনের শেষ পৃষ্ঠা পড়ি উল্টেপাল্টে 
বিহ্বল পথ মাড়িয়ে পঁচন তীরে
দেখি বিদগ্ধ নদী, নদীর বুকে ফ্লাটবাড়ি
তাতে আবাস দেহবিলাসী আর দেহভোগীর

বিক্রি যাওয়া মগজে এখন মল-মূত্র

আজ দুপুরে ধূলোর ভাষায় নজর ফেলে 
পড়ে নিয়েছি-
চুরি গেছে শীতলতার নূপুরধ্বনি 
নেশা ও লোভাতুর চোখের রাত্রির কালো ডানায়
হারিয়ে গেছে ছেঁড়া ছেঁড়া ঘুম
প্রজাপতি উড়ে পড়ে রাত্রির চুলোয় 
রাত্রিরাও হারায় পায়ের অক্ষর ও অবলম্বন
রৌদ্ররাও হারায় পথের খাঁচায়।

আমরা আসলেই পৃথিবী মায়ের বালাই।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।