মনিকা ।। বিপুল রায়


মনিকা– তোক সদায় মনত পড়ে–
তোর খুশিতে খুশি হং,
                  কষ্ট দেখি নিন না ধরে!

মনটা কাউলায় তোক দেখির বাদে
য্যামন করি কাউলাইসে--
                         চন্ডিদাসের রাধে!

তোর কথা ভাবি– আতি ফুরি যায়,
পূবের বেলা পশ্চিমোত ডুবে,
         দিনের পর দিন থাও না পায়
বিতি যায় মাসের পর মাস--
     না জানোং মনটা কি কবার চায়!

মনিকা-- তুই মোর সাধনার ফল,
‘আন্ধার আতির জোনাক আলো’,
               (মোর) একমাত্র সম্বল।

হয়তো ইয়ারে নাম ভালোবাসা--
                একে অপরের পরিপূরক,
একে অপরের বাঁচি থাকিবার আশা।

তারিখ: ১৭-১০-২০২১

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।