মনিকা– তোক সদায় মনত পড়ে–
তোর খুশিতে খুশি হং,
কষ্ট দেখি নিন না ধরে!
মনটা কাউলায় তোক দেখির বাদে
য্যামন করি কাউলাইসে--
চন্ডিদাসের রাধে!
তোর কথা ভাবি– আতি ফুরি যায়,
পূবের বেলা পশ্চিমোত ডুবে,
দিনের পর দিন থাও না পায়
বিতি যায় মাসের পর মাস--
না জানোং মনটা কি কবার চায়!
মনিকা-- তুই মোর সাধনার ফল,
‘আন্ধার আতির জোনাক আলো’,
(মোর) একমাত্র সম্বল।
হয়তো ইয়ারে নাম ভালোবাসা--
একে অপরের পরিপূরক,
একে অপরের বাঁচি থাকিবার আশা।
তারিখ: ১৭-১০-২০২১