শরতের এক রৌদ্রজ্জ্বল দিন ছিল
শহর ছেড়ে দুর হতে আরো দুরে
চেনা পথে নবযাত্রা,
মাথা দুলিয়ে সম্ভাষণ জানিয়েছিল
কোটি কোটি কাশফুল।
বিমুগ্ধ চিত্তেই ফুলেদের রাজ্যে পদার্পন
গুটি গুটি পায়ে এগিয়ে চলা
ভেতরে ভেতরে অপ্রকাশিত উচ্ছ্বাস!
কোন পঙ্কিলতা ছিল না সেথা-
ছিল শুভ্র, স্নিগ্ধ আবেশের ঘনঘটা।
সেদিনের সেই বিমোহিত ক্ষণে
কোথা থেকে যেন একখণ্ড মেঘ
নেমে এসেছিলো খুব সন্নিকটে,
খুব যত্ন করে দেখিয়েছিল ছুয়ে দেওয়ার লোভ;
অতঃপর মোহগ্রস্তের সংজ্ঞাহীন ছুটে চলা।
কেটে যায় কয়েকশত বেহিসেবী প্রহর;
আকস্মিক হোচট,
মাথা তুলতেই কোথা সেই শুভ্র মেঘ?
এতো ভয়ানক কালো রুদ্র রূপে তৈরি!
ততক্ষণে ঝড়ের তান্ডবলীলায় পৃথিবী।
১৭ই সেপ্টেম্বর ২০২১খ্রী.
হাজি ছাত্রীনিবাস (তালতলা, কলেজপাড়া, কুড়িগ্রাম)
লেখনী শৈলীতে মুগ্ধতা ছড়ানোর জন্য ধন্যবাদ লেখিকাকে.. শুভ কামনা
ReplyDelete