রংবদল ।। নুসরাত জাহান


শরতের এক রৌদ্রজ্জ্বল দিন ছিল
শহর ছেড়ে দুর হতে আরো দুরে
চেনা পথে নবযাত্রা,
মাথা দুলিয়ে সম্ভাষণ জানিয়েছিল  
কোটি কোটি কাশফুল।  
 
বিমুগ্ধ চিত্তেই ফুলেদের রাজ্যে পদার্পন
গুটি গুটি পায়ে এগিয়ে চলা
ভেতরে ভেতরে অপ্রকাশিত উচ্ছ্বাস! 
কোন পঙ্কিলতা ছিল না সেথা-
ছিল শুভ্র, স্নিগ্ধ আবেশের ঘনঘটা। 

সেদিনের সেই বিমোহিত ক্ষণে   
কোথা থেকে যেন একখণ্ড মেঘ
নেমে এসেছিলো খুব সন্নিকটে,
খুব যত্ন করে দেখিয়েছিল ছুয়ে দেওয়ার লোভ;
অতঃপর মোহগ্রস্তের সংজ্ঞাহীন ছুটে চলা।  
  
কেটে যায় কয়েকশত বেহিসেবী  প্রহর;
আকস্মিক হোচট,
মাথা তুলতেই কোথা সেই শুভ্র মেঘ?
এতো ভয়ানক কালো রুদ্র রূপে তৈরি!
ততক্ষণে ঝড়ের তান্ডবলীলায় পৃথিবী।      

১৭ই সেপ্টেম্বর ২০২১খ্রী.
হাজি ছাত্রীনিবাস (তালতলা, কলেজপাড়া, কুড়িগ্রাম)

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. লেখনী শৈলীতে মুগ্ধতা ছড়ানোর জন্য ধন্যবাদ লেখিকাকে.. শুভ কামনা

    ReplyDelete
Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।