( বাংলার মাটি , বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল...// গীতবিতান, স্বদেশ-২০)
তোমার স্বপ্ন লুটোলে ধুলোয় আমার আঙিনা কাঁদে,
সবেবরাত আর শ্রাবণের চাঁদ দু হাতেই রাখি বাঁধে।
পথে দেখা হলে হাতে হাত ছুঁয়ে,আয় ভাই বলে ডাকি,
এপার ওপার দুপার বাংলা ভালোবাসাতেই থাকি।
অপু ডাক দিলো -- কোথায় গেলিরে,পূর্ণিমা, সুলতানা ?
সুখের বাতাসে সীমানা পেরোলো শঙ্খচিলের ডানা।
ঘরের মধ্যে ঘর বানিয়েছে আনোয়ার-সোনামন ,
নার্গিস, নীল অপরাজিতার খুনসুটি সারাক্ষণ ।
লালনের গানে একাকার আজ ছেঁউরিয়া-বোলপুর,
রবি নজরুলে ঢেউ দিয়ে যায় সুরের সমুদ্দুর।
থাকবো না ঘরে,নামবোই পথে, ফুলফোটা আলো দিনে,
সম্প্রীতি,শুধু সম্প্রীতিতেই বাঁধা পড়ে গেছি ঋণে।
আকাশের মতো হৃদয়ের গানে,কবিতায় দেখা হলে,
নরকের কীট সন্ত্রাসবাদ মুহূর্তে যাবে টলে।
আয়, একবার গোটা ক্যানভাস ভালোবাসা দিয়ে আঁকি ,
সম্প্রীতিতেই জন্মাই আর মাথা উঁচু করে থাকি।
আরণ্যক বসু
২৪ অক্টোবর ২০২১
হেমন্ত ১৪২৮।