প্রকাশিত হয়েছে আব্দুল খালেক ফারুক -এর তিনটি বই

নুসরাত জাহান ।। প্রকাশিত হয়েছে শিক্ষক, লেখক, সাংবাদিক আব্দুল খালেক ফারুক -এর তিনটি বই। অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বই ৩টি হলো নানা রঙের দিনগুলি (আত্মজীবনীমূলক) নেতার বিড়ম্বনা (গল্পগ্রন্থ) ও শেখ সাহেবের ভক্ত (নাট্যগ্রন্থ)। 

প্রকাশিত বইগুলো সম্পর্কে তিনি বলেন, "নেতার বিড়ম্বনা বইটিতে সমসাময়িক রাজনীতি, দুর্নীতি ও সামাজিক নানা বিষয়টি রম্য গল্প রয়েছে ১৬টি। যা পাঠককে শুধু আনন্দ দিবেনা, চিন্তার খোরাক জোগাবে। নাট্যগ্রন্থ শেখ সাহেবের ভক্ত বইয়ে তিনটি নাটক রয়েছে। এর মধ্যে কুড়িগ্রাম তথা বাহেরদেশে বঙ্গবন্ধুর আগমন, ৬৮ থেকে নানা আন্দোলন ও ৭৫ সালে বঙ্গবন্ধুর হত্যাকান্ড এবং একজন ভক্তের আকুতি প্রকাশ পেয়েছে শেখ সাহেবের ভক্ত নাটকটিতে। অন্য নাটক দুটিতে যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের উত্থান ও সমাজবিরোধী চক্রের নানা কর্মকান্ড তুলে ধরা হয়েছে। এছাড়া নানা রঙের দিনগুলি মুলত আত্মজীবনীমুলক গ্রন্থ হলেও এর ভেতরে স্বৈরাচার বিরোধী আন্দোলন  সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতাসহ নানা বিষয় এসেছে-যা ইতিহাসের অংশ হতে পারে।"

বইগুলো দ্বৈতা প্রকাশনীর ৪৫৯ নং স্টলে পাওয়া যাচ্ছে। এছাড়াও ঘরে বসে পেতে রকমারি ডট কম তো আছেই।

বি.দ্র: কুড়িগ্রামে হাসান বুক ডিপো এবং মদিনা লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে।   

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।