বই মেলায় মোরশেদুল ইসলাম -এর কাব্যগ্রন্থ 'যে আলো আঁধার আনে'



নুসরাত জাহান ।। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি মোরশেদুল ইসলামের কাব্যগ্রন্থ ‘যে আলো আঁধার আনে’। এটি প্রকাশ করেছে চারুলিপি প্রকাশন।

কামরুল হাসান মিথুনের আলোকচিত্রে বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ৮০ পৃষ্ঠার বইটিতে স্থান পেয়েছে চমকপ্রদ ৬৬টি কবিতা।

মোরশেদুল ইসলাম ‘যে আলো আঁধার আনে’ বইটি সম্পর্কে বলেন, কবিতা লেখা সবচেয়ে কঠিন কাজ। কারণ কবিতাকে ‘হায়েস্ট ফর্ম অব লিটারেচার’ বলা হয়ে থাকে। আমি চেষ্টা করেছি সাহিত্যের চিরায়ত বৈশিষ্ট্যাবলির মধ্যে থেকে লিখতে। বিশেষত ছন্দের ব্যাপারে কোনো ছাড় দেইনি। আরও বলেন, প্রেম, বিরহ, প্রকৃতি, সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ, দর্শন ইত্যাদি অনেক বিষয়ের ওপরই লিখতে চেষ্টা করেছি। সব শ্রেণির পাঠকের কথা মাথায় রেখেই লিখেছি। বইটির একটি কবিতাও যদি কারো ভালো লাগে, তবে সেটা আমার জন্য আরও উৎসাহের ব্যাপার হবে।

মেলায় বইটি চারুলিপি প্রকাশনের ৩৩ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে।

এছাড়া অনলাইন প্লাটফর্ম রকমারিতেও অর্ডার করে বইটি সংগ্রহ করা যাবে ঘরে বসে।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।