হে স্বদেশ!
যদি তুমি নির্বাসন দাও,
আমি স্বেচ্ছায় নির্বাসন নিব না,বরং
আমি আ-জীবন কারাদণ্ড মেনে নিতে প্রস্তুত,আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চরতে রাজি,তবুও-
আমি নির্বাসনে যাব না।
হে স্বদেশ!
আমি কেমন করে নির্বাসনে যাব,
আমি যে আটচল্লিশে যুক্তফ্রন্টে রোপন হওয়া এক অবহেলার নাম।
আমি যে বায়ান্নেরই ভাষা আন্দোলনের সময় জন্ম নেওয়া এক অবহেলার নাম।
আমি যে ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময়ে বেড়ে ওঠা এক অবহেলার নাম।
আমি যে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে টগবগিয়ে ছুটে চলা এক অবহেলার নাম।
আমার রক্তে,
আমার শিরা-উপশিরার,
আমার হৃৎপিণ্ড,মস্তিষ্ক,
আমার সমস্ত অস্তিত্ব জুড়ে তুমি যে শুধুই মিশে আছো,
হে স্বদেশ।
হে স্বদেশ!
দেহ হতে প্রাণটা চলে গেলে যেমন আত্মার পরিসমাপ্তি ঘটে,তেমনি-
তোমাকে ছাড়া আমার বেঁচে থাকার আছে কি মানে।
তুমি যতই দাও নির্বাসন,
আমি তো নির্বাসন নিব না,
আমি তোমার মৃত্তিকার বুকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিজেকে বিলিন করব,তবুও-
স্বেচ্ছায় নির্বাসনে যাব না
------------------------------ ---------------------
লেখার সময়ঃ১.০৪মিনিট,দুপুর
তারিখঃ০৫/০৩/২০২২ইং