পিচ ঢালায় আভা
থর থর কাপা বুকে, মায়ের সেই শেষ কথা-
আরেকটু ফুটবে তো প্রভা!
রণক্ষেত্র এখনো নিঃস্ব,
ভাইয়েরা আমার ওপারে-
শশাঙ্ককে রেখেছি পাহারা, সন্তর্পণে চাইছি সৈণ্য মহীপালের কাছে।
নেই তো কিছু সব তিমিরেই হারিয়েছে।
শুনেছি কিছু লালসালু সৈনিক এসেছে স্রোতস্বিনীর কূলে।
বুকেতে জন্মিয়েছে অনল,
রেখেছে প্রত্যয়।
তুলিতে দ্বীপ্ত হয়েছে প্রবল।
শুনেছি ৭ ই মার্চ মহীপাল তাদের দিয়াছে বর
এসেছে বিরাগ হয়ে উদগিরণে কোপানল।
বুকেতে বিদ্রোহের ভেসেছে অমায়িক সুর,
এ যেন অচল ভেঙ্গে উঁচু করবে শির।
অতঃপর হইল রণক্ষেত্র উদ্বোধন
রক্তের স্রোতে চাই কিছু রক্ত বাঁচাতে।
পালাব কোথায়? এক মা গিয়াছে ওপারে
আরেকজন তো রইলই পরে।
বাজিল দামামা,
উঠিল শির,
ঘায়েল হলো কাপুরুষেরা,
নিশান হাতে ছুটল বীর।
কি প্রশান্তি !
লাল-সবুজ এখন আর নয়তো কারো অধীন।
শেষ নিশ্বাসেও ছিল তৃপ্তি
আজ প্রিয় দেশ আমার স্বাধীন।
রাকিবুল ইসলাম রুমান,
শিক্ষার্থী, সরকারি বিজ্ঞান কলেজ।
❤️
ReplyDelete