কালবৈশাখী চলছে। বৃষ্টির সাঁজতে সময় লাগছিল। তাই, মাতাল হাওয়া একাই এলো। হাওয়াকে যোগ্য সঙ্গ দিল ধুলো। আর, নিমেষেই আমার কালো চুল সাদা বনে গেলো। ঘরের আসবাব, মেঝেও দখল করে নিল ধুলো সেনারা।
মিনিট বিশেক তাণ্ডব চলল। এবার রণসাঁজে এলো বৃষ্টি। নিজের জায়গায় ধুলোকে দেখে খানিকটা ঈর্ষাই বোধয় করল। ঝড়কে কিছু বলল না।
মেঘরাজ্য থেকে প্রথমে টিপ টিপ পানির ফোঁটা ছুড়ল। এরপর বরফ ছুড়ল। বৃষ্টির আগমনে ধুলোসেনারা মিলিয়ে গেলো। তবে, ঘরে আশ্রয় নেয়া ধুলোগুলো অক্ষত থাকল।
জীবন নিয়ে যুদ্ধ শুধু রক্ত মাংসের মানুষেই সীমাবদ্ধ নেই। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিরই বেঁচে থাকার মূলমন্ত্র, "সংগ্রাম"।