সংগ্রাম।। আতিক মেসবাহ্ লগ্ন

কালবৈশাখী চলছে। বৃষ্টির সাঁজতে সময় লাগছিল। তাই, মাতাল হাওয়া একাই এলো। হাওয়াকে যোগ্য সঙ্গ দিল ধুলো। আর, নিমেষেই আমার কালো চুল সাদা বনে গেলো। ঘরের আসবাব, মেঝেও দখল করে নিল ধুলো সেনারা।

মিনিট বিশেক তাণ্ডব চলল। এবার রণসাঁজে এলো বৃষ্টি। নিজের জায়গায় ধুলোকে দেখে খানিকটা ঈর্ষাই বোধয় করল। ঝড়কে কিছু বলল না।

মেঘরাজ্য থেকে প্রথমে টিপ টিপ পানির ফোঁটা ছুড়ল। এরপর বরফ ছুড়ল। বৃষ্টির আগমনে ধুলোসেনারা মিলিয়ে গেলো। তবে, ঘরে আশ্রয় নেয়া ধুলোগুলো অক্ষত থাকল।

জীবন নিয়ে যুদ্ধ শুধু রক্ত মাংসের মানুষেই সীমাবদ্ধ নেই। পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টিরই বেঁচে থাকার মূলমন্ত্র, "সংগ্রাম"

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।