ইমরান খান রাজ'র কবিতা


নির্ঘুম রাত 

তোকে দেখার অসুখটা দিন দিন বেড়ে যাচ্ছে 
নির্ঘুম রাত, ক্লান্তিহীন চেয়ে থাকা 
আর তোকে নিয়ে ভাবনার সাগরে- 
ডুবে যাচ্ছি বারবার। 

এমনটা হয়নি কখনো, ভাবিনি পূর্বে 
যা হবার নয়, তা-ই হলো আজ, আকস্মিক। 
অতীত নিয়ে আফসোস না করা আমি-ই 
আজকাল অতীতের স্মৃতিতে ডুবে রই। 


জলরং 

চাইলে তুই পাহাড় হবো 
আর রুপালী ঝর্ণা 
নীল সাগরে বাধবো ঘর 
তুই হলেও কৃষ্ণবর্ণা। 

শাপলা ফুলের পাপড়ি দিয়ে 
সাজাবো তোর অঙ্গ 
তোর মনের-ই পরশ পেতে 
করবো নিয়মভঙ্গ। 

চোখের পাতায় মেখে দিবো 
রঙধনুর-ই নীলরং 
তোর আবহে দু-হাত ভরে 
মাখিয়ে দিবো জলরং। 


নীড় ছাড়া পাখি 

যদি মন কাঁদে, অবেলায় একাকী 
যদি হতাশায় যায় দিন নিরবধি 
যদি নিঃসঙ্গতা এসে থেমে যায় দুয়ারে 
তবে ভেবে নিও, আমি আছি তোমার নিশ্বাসে। 

যদি থাকো রাতে নিদ্রাহীন, নিশ্চুপ, নিস্প্রভ 
যদি চোখের জলে ভেসে যায় বুক 
যদি আধার না কাটে, আলো না আসে 
তবে ভেবে নিও, আমি আছি তোমার বিশ্বাসে। 

যদি সবাই করে দেয় পর, হয়ে নিষ্ঠুর 
যদি হয়ে যাও মনমরা পাখি, নীড় ছাড়া পাখি 
যদি স্রোতের সাথে চলতে না পারো, 
তবে চলে এসো মোর বুকে, টেনে নিবো ভালোবেসে। 


ইমরান খান রাজ 
শিক্ষার্থী, ব্যবস্থাপনা বিভাগ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ, ঢাকা৷ 

ঠিকানাঃ দোহার-ঢাকা ১৩৩২, বাংলাদেশ। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।