তুমি ভেঙেচুরে টুকরো টুকরো হয়ে যাও,
আমি গড়ে দিব যত্নের হাতে।
তুমি কান্না করো, আমি পাশ ফিরে
তোমার গালের ওপর জমা জল মুছিয়ে দিব।
ডাল চাল ফুটিয়ে, ঝাল কম দিয়ে
তোমার ভাত মেখে দিব।
মোজাজোড়া গুছিয়ে জোতার মধ্যে রাখব।
শরৎ আসছে, প্রতিদিন সকালে
শিউলি ফুল বালিশের পাশে রেখে দিব।
যেমন স্নিগ্ধ তুমি,
তেমনি স্নিগ্ধ তোমার ভালোবাসা!
আমি গড়ে দিব যত্নের হাতে।
তুমি কান্না করো, আমি পাশ ফিরে
তোমার গালের ওপর জমা জল মুছিয়ে দিব।
ডাল চাল ফুটিয়ে, ঝাল কম দিয়ে
তোমার ভাত মেখে দিব।
মোজাজোড়া গুছিয়ে জোতার মধ্যে রাখব।
শরৎ আসছে, প্রতিদিন সকালে
শিউলি ফুল বালিশের পাশে রেখে দিব।
যেমন স্নিগ্ধ তুমি,
তেমনি স্নিগ্ধ তোমার ভালোবাসা!
১৮ জুলাই ২০২২