৭১ এর সেই দিনগুলো ।। স্বপ্না রায়

 

হাটতে হাটতে ক্লান্ত পথিক
ভাবছে আপন মনে
হঠাৎ যদি দেখা হয়
আপন জনদের সনে
৭১’এর দিনগুলো
সেকি ভুলা যায়
সারা বাংলা ভয়ে আতঙ্ক
করেছিল হায়! হায়!
৭ই মার্চের মুজিব কণ্ঠ
গর্জে উঠেছে বার-বার
বাংলার ছেলেরা ঝাঁপিয়ে পড়েছে
মেনে নেয়নি হার
বাবা-মা-হানাদারের শিকার
অসহায় ছিল বলে
রক্তাক্ত দেহ ঢলে পড়েছে
বসুমতির কোলে
তখন আমি কোলের শিশু
মায়ের কোলেই ছিলাম
দাদু এসে তুলে নিল
প্রাণ ফিরে পেলাম
দাদুর কাছে মায়ের গল্প
বাবার কথাও শুনি
সোনার ছেলেরা হানাদার হটিয়ে
রক্ষা করেছিল জন্মভূমি
বাবা-মাকে হারিয়ে আমি
পথকে করেছি সাথী
বিরতিহীন জীবন যে আমার
নিবলো আশার বাতি
মা-রূপী মায়েদের দেখে
ছুটে যাই কাছে
ভুল বুঝে ফিরে আসি
মা নয় মিছে
এমন করে কত পথিক
হাটছে পথে-পথে
কারো সন্তান-কারো ভাই
খুঁজছে দিনে-রাতে
বুকের রক্ত দিয়ে যারা
করেছিল দেশ স্বাধীন
তারা সবাই স্মরণীয় হয়ে
থাকবে যে চিরদিন।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।