হাটতে হাটতে ক্লান্ত পথিক
ভাবছে আপন মনে
হঠাৎ যদি দেখা হয়
আপন জনদের সনে
৭১’এর দিনগুলো
সেকি ভুলা যায়
সারা বাংলা ভয়ে আতঙ্ক
করেছিল হায়! হায়!
৭ই মার্চের মুজিব কণ্ঠ
গর্জে উঠেছে বার-বার
বাংলার ছেলেরা ঝাঁপিয়ে পড়েছে
মেনে নেয়নি হার
বাবা-মা-হানাদারের শিকার
অসহায় ছিল বলে
রক্তাক্ত দেহ ঢলে পড়েছে
বসুমতির কোলে
তখন আমি কোলের শিশু
মায়ের কোলেই ছিলাম
দাদু এসে তুলে নিল
প্রাণ ফিরে পেলাম
দাদুর কাছে মায়ের গল্প
বাবার কথাও শুনি
সোনার ছেলেরা হানাদার হটিয়ে
রক্ষা করেছিল জন্মভূমি
বাবা-মাকে হারিয়ে আমি
পথকে করেছি সাথী
বিরতিহীন জীবন যে আমার
নিবলো আশার বাতি
মা-রূপী মায়েদের দেখে
ছুটে যাই কাছে
ভুল বুঝে ফিরে আসি
মা নয় মিছে
এমন করে কত পথিক
হাটছে পথে-পথে
কারো সন্তান-কারো ভাই
খুঁজছে দিনে-রাতে
বুকের রক্ত দিয়ে যারা
করেছিল দেশ স্বাধীন
তারা সবাই স্মরণীয় হয়ে
থাকবে যে চিরদিন।