বাংলার জয়জয়কার ।। ইমরান খান রাজ

 

চারিদিকটা আলোকিত আজ 
ঘুচেছে অন্ধকার 
চারপাশে শুনি বিজয়ের গান 
বাংলার জয়জয়কার। 

শত্রুরা সব হটছে পিছু 
মুক্ত হয়েছে বাংলা 
দেশকে বাঁচাতে জীবন দিয়েছে 
কৃষক-শ্রমিক কামলা। 

সবুজ ঘাসে ফুটেছে আজ 
কলমি লতার ফুল 
বাংলাকে সুরভিত করেছে 
শত শত বকুল। 

দেশ পেয়েছি বিজয় পেয়েছি 
পেয়েছি মহান পতাকা 
সেই পতাকায় জাগরিত আছে 
শেখ মুজিবের ছবিটা। 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post