নীল আকাশ ।। ফেরদৌসী খানম রীনা




দূরের ঐ নীল আকাশটা
লাগছে খুব ভালো, 
সূর্যটা রোজ সকাল হলে
ছড়িয়ে দেয় আলো।

নীল আকাশটা কত সুন্দর 
নীল আভরণ,
দলে দলে মেঘেরা ভেসে বেড়ায় 
ঐ দূরে সারাক্ষণ। 

দুচোখ ভরে তাকিয়ে থাকি
নীল আকাশ পানে,
স্নিগ্ধ আবেশে ভালো লাগা
ছড়িয়ে যায় প্রাণে।

তারায় ভরা নীল আকাশ 
দেখতে চমৎকার, 
বিশাল পরিধি অপরুপ সুন্দর 
মন কাড়ে সবার। 

নীল আকাশটা উদার যেন
স্নেহ -মায়ায় ভরা,
অপূর্ব তার কারুকাজে সাজিয়ে 
রাখে সুন্দর ধরা।

উড়ে বেড়ায় নানান রকম পাখি
ডাকে কিচিরমিচির, 
নীল আকাশ থেকে ভোর বেলা 
ছড়িয়ে পরে শিশির।

মাঝে মাঝে মেঘেরা কালো হযে
বৃষ্টি হয়ে ঝড়ে,
নীল আকাশ টা তখন থমথমে 
ভাব বিরাজ করে।

রাতের বেলা নীল আকাশে 
তারা করে ঝলমল,
দিনের বেলা সূর্যের আলোতে
ঝিলের পানি করে টলমল।

নীল আকাশটা লাগে ভালো 
আছে রঙধনুর খেলা,
সাতটি রঙের অপরুপ সৌন্দর্য 
মনোমুগ্ধকর মেলা।

রাতে বেলা চাঁদের কিরণ
প্রকৃতির বাড়ায় শোভা,
দিনের বেলার সূর্যের কিরণে
দারুণ এক লাভা।

২৩/৯/২৩
ফেরদৌসী খানম রীনা 
সবুজবাগ, ঢাকা।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।