পৃথিবীর অন্যতম আশ্চর্য এবং রহস্যময় জিনিস হচ্ছে মানব মন। মন এবং মস্তিষ্কের যৌথ প্রযোজনায় পরিচালিত জীবন কখনো কখনো ভীষণ সাজানো-গোছানো সুস্থ্য-স্বাভাবিক। আবার কোনো কোনো জীবন চরম অস্থিরতায় পূর্ণ ঘোরতর অমানিশা। মস্তিষ্কের সচেতন অংশের বিপরীতে অবচেতন অংশের কারসাজি কখনো কখনো তীব্র মনস্তাত্বিক সংকটের জন্ম দেয়। যার কারণে ঘোরের মধ্যে জীবন যাপনের সূচনা ঘটে। এমনই একটি সাইক্লোজিক্যাল উপন্যাস কৃতি বাঁধন রচিত "প্রজাপতির একক ডানা"।
উপন্যাসটি সম্পর্কে বইটির ফ্লপে ধারণা দেওয়া হয়েছে-
" চারপাশটা স্বপ্ন না বাস্তব? স্বপ্ন আর বাস্তবের ফোকরে আটকে আছে পরশের জীবন। নিজের জীবনটাকেই স্বপ্নের কোনো জগত মনে হয় তার। ঘুম ভাঙলেই নতুন জীবন। সবকিছু পরিবর্তন হয়ে যায় রাতারাতি। সমাধানের জন্য হাজির হয় সাইকোলজির সহযোগী অধ্যাপক আবিদ হাসানের কাছে। শুরুতেই লোকটাকে সুবিধার মনে না হলেও পরশ ক্রমেই বুঝতে পারে তাকে মুক্তি দিতে পারে এই আবিদ হাসান। পরিশেষে কি মুক্তি পাবে পরশ? আদৌ তার জীবনের বাস্তব অস্তিত্ব আছে? নাকি বিলীন হয়ে যাবে তীব্র এক স্বপ্নচক্রে?"
পাতা ওল্টালেই কী সুন্দর উৎসর্গপত্র!
"তারা চাইলেই হয়তো আমাদের মধ্যে থেকে যেতে পারতো শেষ পর্যন্ত। থাকেনি, হারিয়েছে মাঝপথেই। যেই মানুষ আশা দেয়, বটগাছের মতো আগলে রাখার প্রতিজ্ঞা করে সেই মানুষও সময়ের সাথে হারিয়ে যায়। উৎসর্গ পাতায় তাদের নামই থাকুক আমরা যাদের হারিয়েছি।"
এত মোহনীয় বার্তা হৃদয় না কেড়ে পারে?
বইটির কেন্দ্রীয় চরিত্র পরশ। বিখ্যাত সাইক্লোজিস্ট মিস্টার আবিদ হাসানের সাথে সাক্ষাতের পুরাদস্তুর বর্ণনা সমেত কাহিনির শুরু। এরপর দু'জন নারী চরিত্র যথা, লাস্যময়ী চেহারার অধিকারী স্ত্রী সুহানা এবং সাদামাটা প্রেমিকা রিমা - দুজনকে ঘিরে ভিন্ন দুটি আখ্যানে চলে ঘটনা প্রবাহ। বারবার সুহানার সাথে লংড্রাইভে যাওয়া, ফাঁকা রাস্তা, দ্রুত গতিতে ড্রাইভিং, এক্সিডেন্ট এবং অলৌকিক ভাবে পরশের বেঁচে যাওয়া অপরদিকে রিমার সাথে প্রেম, ঝগড়া -এই দুই আখ্যানের কোনটা বাস্তব আর কোনটা স্বপ্নজাল বা হ্যালুসিনেশন তা বুঝে উঠতে পাঠক নিজেই যে বারবার দ্বিধাগ্রস্থ হবে, এ কথা বলার অপেক্ষা রাখে না। আর এই রহস্যের প্রকৃত মিমাংসা মেলে উপন্যাসটির একেবারে শেষ অংশে গিয়ে। উন্মোচিত হয় এই মনোজগতিক বিভ্রাটের পেছনে লুকিয়ে থাকা গুরুতর ঘটনাবলি। পরশকে সাব-কনশাস মাইন্ডের বেড়াজাল থেকে বের করে অপ্রত্যাশিত বাস্তবতার মুখোমুখি দাঁড় করান ডাক্তার আবিদ হাসান। কিন্তু শেষ পর্যন্ত কি তিনি আসলেই সফল হন, নাকি পুনরায় পরশ বিলিন হয়ে যায় অনবদমিত মনের তীব্র এক স্বপ্নচক্রে?
এই রহস্যজট-ই পাঠককে টেনে নিয়ে যায় ছোট্ট এই উপন্যাসটির শেষ পৃষ্ঠা অবধি।
সবমিলিয়ে ভালোই লেগেছে।
বই সমাচার—
বই: প্রজাপতির একক ডানা
লেখক: কৃতি বাঁধন
প্রথম প্রকাশ: অমর একুশে বইমেলা ২০২৪
প্রকাশক: মাহ্দী আনাম (ঘাসফুল)
প্রচ্ছদ: শামীম আরেফিন
মূল্য: ১৯৫ টাকা
পৃষ্ঠা: ৬২
নুসরাত জাহান
লেখক ও গ্রন্থ সমালোচক, কুড়িগ্রাম।
পড়লাম। ধন্যবাদ।
ReplyDelete