কুয়াশা ভেজা চোখ পেরিয়ে
কিশোরী গল্পরা আর বাড়ি যায় না।
সঙ্গমরোগে নির্বাসিত প্রজাপতিরা
তিন রাস্তার মাথার আলো
একটু একটু করে খোলে নিচ্ছে স্মৃতিপদ্য
উপপাদ্য মিশ্রিত উর্বর বুকে
কখন ছায়া ফেলেছে জেল জীবন
এখন ভোরের সন্তানেরা মানুষরঙা পাখি
প্রতিদিন গৌরব রোপণ করে শ্বেতভাষা'র চারা।
কার্বন কাপে যুবতী রাত হেমন্তে ধূসর চাঁদ ফোটে
গুড়গুড় মেঘ হলুদ ছায়া দুঃখ পেলেই বেড়ে উঠে।