বড় দিন, বৃহৎ হৃদয় হীন ।। সুমিতা চৌধুরী

 


জলসার মজলিসে মেতেছে শহর,

বড়দিন ছড়াচ্ছে তার উষ্ণতার তাপ।

প্রকৃতির পারদ যদিও নিম্নমুখী,

তবু উৎসবের রোশনাইয়ে হেরেছে তার পরিমাপ।

এ মজলিসে সামিল ছোট থেকে বড়, 

নেই বাছবিচার জাত ধর্মেরও।

 হাজারো খাদ্য সমাহারে বিপুল আয়োজন, 

তারই মাঝে কেকের পসরায় পোয়াবারো। 

হাইরাইজ থেকে রাস্তা সেজেছে আলোকমালায়, 

শিশুরা আছে সান্টার উপহারের অপেক্ষায়। 

তবু কিছু গলিপথ আজও আঁধারেতে ঘেরা,

অর্ধাহারে, একটু উষ্ণতার খোঁজে খড়কুটোর তাপ পোহায়। 

সেখানে আসে না কোনো সান্টা বুড়ো,

উপহারের ডালি সাজিয়ে কারো জন্য।

উৎসব ছড়ায় না তার এক কণা আলো,

হাইরাইজের পাশে ঝুপড়িগুলো যে উদ্বৃত্ত, নগণ্য। 

এঁটোকাঁটা শুঁকেই তাদের দিন গুজরান, 

ঝরতি পড়তিতেই শুধু চলে রোজকার ভাগ।

 হায় যিশু, তুমিও ছিলে যে হতদরিদ্র, 

সেই তোমারই জন্মোৎসবে আজ প্রান্তিকেরাই গিয়েছে বাদ!

বড়ো শীতার্ততায় জীবনের বোঝা বয়ে,

শুধুই করে চলে তারা নিত্য  বাঁচার লড়াই। 

বড়দিন আসে যায় প্রতি বছর সব খানেতেই,

তবু এই বিশাল পৃথিবীতে আজও  তাদের নেই ঠাঁই! 

দিন বড়ো হয় তোমারই স্মরণে, 

উৎসব উৎযাপনের মিলনমেলায়। 

তবু তোমার বাণী আজও পায়নি  মান হৃদয় মাঝে,

তাই মনের ঘরে আজও স্থান সংকুলান, ভীষণ সংকীর্ণতায়।।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।