বোধ ।। উৎপল তালধি

 

Uploading: 1219780 of 1219780 bytes uploaded.


ছন্নছাড়ার মতো ঘুরতে ঘুরতে

আচমকা তোমার সাথে দেখা হল

কদম তলায়। 

কেউ কারো পরিচিত নই, 

তবু এক অমোঘ টানে কাছাকাছি আসতেই

মন যমুনার তীরে

বাঁশি আর নূপুর মাতলো যুগলবন্দিতে। 

সেই থেকে সংসারের আনাচেকানাচে

তোমার হাতের গন্ধ ম ম করছে, 

আর আমি

মাতৃতান্ত্রিক এক আটপৌরে সময়ের ভেতরে

তোমাকে এখনো দেখছি সমসাময়িক। 

আমার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ

ফিরে যাচ্ছে বৈদিক যুগে।


Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।