ইন্দ্রিয় সংযম উৎসব ।। শুভদীপ দত্ত প্রামানিক

 



আচার্য ঋত্বিক চক্রবর্তী মহাকালের গলায় প্রতিস্থাপন করলো সূর্যবর্ণ বীণা। মহাকালের কোনো বন্দর নেই , কড়িহীন পথে জিনগাছ । আমি যুবক ক্রোমোজম ফেরি করি , ঘোড়ার পিঠে চন্দন গোধূলি। 


পরশু ইন্দ্রিয় সংযম উৎসব 

শেষে নির্গুণ অশ্রু মুছে ব্রজগীত গাইবে প্রবীণ বুকের আঁচল , ছায়া ছায়া.... গিরিভাঁজ

চক্রবর্তীর অভিধানে সারসের গজল

ঝর্ণা ফুলে কাঁচের হৃদয় । 


চন্দ্র , রাহু , ফরাসি গোপী আমার জন্মছকে দুর্বল 

হাওয়া বয় শব্দের সবুজে 

করতলে মিক্সার , বাস্তুতন্ত্রের ফনা

অগ্নির দিকে চাঁদ পড়ে গেলে গলায় নামে নাভির গান

অবাক গলিপথে বিবর্ধক কাচ 

                       শ্মশান...শ্মশান  

                            মিনারে নেপচুনের ফড়িং । 


আচার্য তোমার কাঁধে আমিষ সংবাদ 

ঠিক - ভুল 

কর্পোরেট চেনাচ্ছে বিশ্বপিতার ধ্বনিতাত্ত্বিক অধিকার 

ষষ্ঠী তৎপুরুষে জমায়েত বন্ধ 

আদালত জানে অর্ধব্যঞ্জনের লঘু-গুরু বিচার

পূর্ণবর্গের যোগফলে হাতের লেখা দাঁড়িপাল্লা । 


আপাতত শিকারে কানকো

পিঁপড়ে হত্যাও পাপ

উবুড় দেয়ালে বেরঙিন স্ট্রোক

ঋত্বিকদা গলার ছায়া ফেলছে উড়াল জন্মে । 


কম্পিউটার নোটপ্যাড জানেনা মারিয়া মন্তেসরির

ভালো , ছন্দ । 



Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।