আমা‌দের মা‌ঝে সৈয়দ শামসুল হক ।।মুকুল রাজ



বাংলা সা‌হিত‌্যকে সমৃদ্ধ করবার জন‌্য গাই‌লে বঙ্গভাষার বাণী,

এই বাংলায় দি‌য়ে‌ছি‌লে  তু‌মি যে হাতছানি।

কল্পনা তোমার বি‌চিত্র  বিশাল জ্ঞা‌নের ভান্ডার ,

সা‌হিত‌্য জগ‌তে কতনা প‌রিচয় তোমার।


সা‌হি‌ত্যের সবখা‌নে তোমার অবাধ বিচরণ,

লিখনী‌তে ছুঁ‌য়ে দি‌লে যে সবার মন।

তু‌মি ক‌বি, তুমি লিখেছ কতনা লেখা,

সা‌হি‌ত্যের বই হা‌তে নি‌লে তোমার নাম যায় দেখা।


হে ক‌বি!  এ‌সো  ফি‌রে,

জাগাও চেতনা আমা‌দের অন্ত‌রে,

জ্ঞানের আ‌লো জ্বালাও জাগাও সৎ সাহস আর শ‌ক্তি।

সাহিত্যের অঙ্গনে তোমারেই করি ভক্তি।

তু‌মি যে এ প্রজ‌ম্মের ক‌বি‌দের ও গুরু,

কু‌ড়িগ্রা‌মে তোমা‌কে নি‌য়ে তোমার না‌মে মেলা হ‌য়ে‌ছে শুরু।


পিতা তোমার ডা:সৈয়দ হুসাইন মাতা সৈয়দ হা‌লিমা খাতুন,

আজ আমরা নবীনরা শিখ‌ছি নিত‌্য নতুন।

তোমার না‌মে এই সৈয়দ হক মেলা,

প্রতিবা‌রেই এ‌সে সা‌হিত‌্য প‌ড়ে কা‌টি‌য়ে দি‌তে পা‌রি যেন সারা বেলা।

তোমার জম্ম‌দি‌নে আমরা হা‌সি,

তোমার স্মর‌ণে প্রতি বছ‌রে যেন এখা‌নে আ‌সি।


তুমি কবি তুমি স্রষ্টা করলে সেই সৃজন

যেখানে বললে  এগিয়ে চলতে চলাই তো জীবন।

তোমার পথ ধরে আজ আমিও চলে যাই

প্রিয় কবি তোমারে বিনম্র প্রণাম জানাই।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।