বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবার জন্য গাইলে বঙ্গভাষার বাণী,
এই বাংলায় দিয়েছিলে তুমি যে হাতছানি।
কল্পনা তোমার বিচিত্র বিশাল জ্ঞানের ভান্ডার ,
সাহিত্য জগতে কতনা পরিচয় তোমার।
সাহিত্যের সবখানে তোমার অবাধ বিচরণ,
লিখনীতে ছুঁয়ে দিলে যে সবার মন।
তুমি কবি, তুমি লিখেছ কতনা লেখা,
সাহিত্যের বই হাতে নিলে তোমার নাম যায় দেখা।
হে কবি! এসো ফিরে,
জাগাও চেতনা আমাদের অন্তরে,
জ্ঞানের আলো জ্বালাও জাগাও সৎ সাহস আর শক্তি।
সাহিত্যের অঙ্গনে তোমারেই করি ভক্তি।
তুমি যে এ প্রজম্মের কবিদের ও গুরু,
কুড়িগ্রামে তোমাকে নিয়ে তোমার নামে মেলা হয়েছে শুরু।
পিতা তোমার ডা:সৈয়দ হুসাইন মাতা সৈয়দ হালিমা খাতুন,
আজ আমরা নবীনরা শিখছি নিত্য নতুন।
তোমার নামে এই সৈয়দ হক মেলা,
প্রতিবারেই এসে সাহিত্য পড়ে কাটিয়ে দিতে পারি যেন সারা বেলা।
তোমার জম্মদিনে আমরা হাসি,
তোমার স্মরণে প্রতি বছরে যেন এখানে আসি।
তুমি কবি তুমি স্রষ্টা করলে সেই সৃজন
যেখানে বললে এগিয়ে চলতে চলাই তো জীবন।
তোমার পথ ধরে আজ আমিও চলে যাই
প্রিয় কবি তোমারে বিনম্র প্রণাম জানাই।