অনুপ্রেরণায় সৈয়দ হক ।। মনিরুল ইসলাম


জন্ম ভুমিকে ধন্য করা 
ছিল যার সখ, 
তিনি হামার বাড়ির ছাওয়া 
সৈয়দ শামসুল হক।
জন্মে নয়কো কর্মই 
মানুষের পরিচয়, 
হক সাহেবকে দেখলেই 
তার প্রমাণ পাওয়া যায়।
কাটা তারের সীমাম্ত ঘেষা 
হামার কুড়িগ্রাম, 
কলম দিয়া কবিতা লেখি
ফুটিয়ে তুলেছে তার নাম।
কুড়িগ্রামকে ভালোবেসে 
নাম দিয়েছে জলেশ্বরী, 
হামরাও তার সম্মানার্থে
'জলেশ্বরী জলকুমার' নামে ডাকি।
হক সাহেবের এই কথাটি 
অন্তরে নিয়েছে ঠাঁই, 
তাই তো তার এ কথাতে 
অনুপ্ররণা খুজে পাই, 
"জাগো বাহে কোনঠে সবাই"।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post