সব কবিতার শেষ লাইন দুটোতে কী যেন থাকে......
কী মোহ!
কী টান!
কী গল্প!
কী শক্তি!
সব অদ্ভূত, সব কল্পনা।
জানি না, কেন অমন হয় ওগুলো?
একদমই বুঝি না!
থাক না, কিছু "না" অনুভবের অবুঝ সত্তা, অনুভূতি।
এখন আর তাই পূর্ণ কবিতা পড়ি না,
মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকি
'শেষ হওয়া' শেষ লাইনগুলোর দিকে!