বৃদ্ধাশ্রম ।। ধরিত্রী রায়

 



এ এক নতুন সংগ্ৰাম নতুন  লড়াই নতুন সূর্যদয়
তুমিই তো বুঝিয়েছো এ লড়াই হেরে যাওয়া বা জেতা নয়.
একরাশ তীব্র যন্ত্রনা কে পিছনে ফেলে বেঁচে থাকার লড়াই। 
তুমিই তো সর্বেসর্বা উন্মুক্ত দার 
বেঁচে থাকতেই যারা মৃত্যুর সাধ অনুভব করে
তুমিই তো সেই নিপীড়িত বাবা-মায়ের শেষ আশ্রয়।
কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে থাকা নবীন প্রজন্মের নিউক্লিয় হয়ে ওঠার মাত্রাতিরিক্ত চাহিদায় সহিষ্ণুতা আজ বিবেকের কাঠগড়ায় 
অবর্ণনীয় নামহীন যুদ্ধ বিন্দুবিন্দু ক্রোধ অসহিষ্ণুতার দেওয়াল গড়ে তোলে ক্রমশঃ সম্পর্কের বর্ণমালায়।
উৎপত্তি ও বিনাশের সঙ্গমস্থলে বিচ্ছেদের রঙমশালে সম্পর্কের ইতি টানলে আবারও এক শুরু হয় নতুন অধ্যায় 
বৃদ্ধাশ্রম মানে কেবলই নিরবিচ্ছিন্ন হাহাকার নয় বরং একসাথে বাঁচার অঙ্গীকার।
বলিরেখা যুক্ত মৃত্যুর ছাপ আঁকা সহস্র বৃদ্ধ-বৃদ্ধা আজ ,
জীবনের শেষ প্রান্তে এসে নিজেকে আবারও নতুন ভাবে খুঁজে পায় ।

ধরিত্রী রায়,
খগেন হাট, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ, ভারত।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post