একুশের ঋতু ।। মনোজ চৌধুরী

আ মরি বাংলা ভাষা'- শ্লোগান 
প্রভাতফেরি এঁকে দিচ্ছে রক্তরাঙা শহীদদের লড়াই 
যাঁরা এলোপাতাড়ি বুলেটে রক্তাক্ত হয়ে 
প্রাণ বিসর্জন দিয়েছিল- মাতৃভাষার জন্য 
অন্ধকারের চাকা গড়িয়ে যাঁরা 
নতুন প্রভাত এনেছিল নিষ্পেষিত হয়ে
তাঁদের শহীদ মিনারে আমরা ফুলের তোড়া অর্পণ করি
আজ একুশে ফেব্রুয়ারি 

যাঁরা ফিরিয়ে দিয়েছে মুখের ভাষা-মাতৃভাষা
তাঁদের অপেক্ষায় অপেক্ষারত ছিল কত মা 
মায়ের দুয়ারে আজও সেই ছেলেটি ফিরেনি ঘরে
লোহিত হয়েছে দেহ অতিক্রান্ত হয়েছে কত সময় 
রক্তরঙে রঙেছিল কত গলি রাস্তা চত্বর উঠোন
সেই রক্তেরাঙা ভাইদের প্রণাম করি 
আজ একুশে ফেব্রুয়ারি 


নাম- মনোজ চৌধুরী
পিতা- বিবেক চৌধুরী
মাতা- চন্দনা চৌধুরী
গ্ৰাম- কাগমারী হাটপাড়া
জেলা- মালদা, ৭৩২২০৭
রাজ্য- পশ্চিমবঙ্গ, ভারত
পেশা- বাংলা স্নাতকোত্তর ছাত্র(বিশ্বভারতী, শান্তিনিকেতন) 
তাং-০২/০২/২০২৩ 

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।