আমার চাওয়ায় ছিল অন্তত একবার তার সামনে দাঁড়ানো,
কিন্তু সে তো তখন
কোটি যোজন দূরে.
চেয়েছিলাম আমি তোমার পাশে দু কদম হাঁটতে শুধু সব নিঃশ্বাস নিংড়ে একটা উপহার তুলে দিতে তোমার হাতে.
যেদিন সম্পর্ক আর কাগজের দলা দুই এর কোন পার্থক্য রাখোনি-
ভালোবাসি বলে অবলীলায় মুখ ঘুরিয়ে ছিলে-
কয়েক যুগের অস্থিরতা
বুকের মধ্যে বাসা বে৺ধেছিল.
তোমার সব টুকু হাহাকার নিয়ে ও
আমি ছিলাম শুধুই বহিরাগত;
আজও তুমি সেই আপোসে ই ব্যস্ত.
নির্বাসনের যন্ত্রণাকে নিজের মত ভেবে
আজ ও আমি তোমার পাশে
খড়কুটোহীন শুধুই উপস্থিতি.
তবুও আমার কবিতা খুঁজে বেড়ায়
তোমারি ভাষা,
যন্ত্রণার হিসাব নিকাশ না হয়
আজ তোলা ই থাক সেসব,
নীরবতার ভাষা দিয়ে এসো আজ তোমায় বোঝাই ভালোবাসা।