চেয়ে দ্যাখো
আজকের এই রাতকেই আমি চেয়েছি
ডান পায়ের আড়ালে বিপথগামী নদী
আর বাঁ পায়ে নিঙড়ানো কচুরিপানা
সব আড়াল ভেঙে ফুটে উঠছে দেয়ালের রং-
এমন একটা রাতে আমি নগ্ন হয়েছিলাম
অনায়াসে খালি পায়ে হেঁটেছিলাম রাজপথে
এই ভিড়েও আমি সাবলীল...
বেপরোয়া...
প্রকাশ্যে পরিত্যক্ত ঘাসজমি
রাতের নিস্তব্ধতা নাকি আলোর বিরুদ্ধ আচরণ
কোন পথে হাঁটতে চেয়েছি আমি?
আজ এই রাত গ্রামকেন্দ্রিক
নদীর মধ্যিখানে পরিণত শিশমহল-
মোহনার অনির্দিষ্ট বশ্যতা তুমি এভাবেই চেয়ে রেখো অহল্যা...
আজকের এই রাতকেই আমি চেয়েছি
ডান পায়ের আড়ালে বিপথগামী নদী
আর বাঁ পায়ে নিঙড়ানো কচুরিপানা
সব আড়াল ভেঙে ফুটে উঠছে দেয়ালের রং-
এমন একটা রাতে আমি নগ্ন হয়েছিলাম
অনায়াসে খালি পায়ে হেঁটেছিলাম রাজপথে
এই ভিড়েও আমি সাবলীল...
বেপরোয়া...
প্রকাশ্যে পরিত্যক্ত ঘাসজমি
রাতের নিস্তব্ধতা নাকি আলোর বিরুদ্ধ আচরণ
কোন পথে হাঁটতে চেয়েছি আমি?
আজ এই রাত গ্রামকেন্দ্রিক
নদীর মধ্যিখানে পরিণত শিশমহল-
মোহনার অনির্দিষ্ট বশ্যতা তুমি এভাবেই চেয়ে রেখো অহল্যা...
আহা। সব আড়াল ভেঙে ফুটে উঠছে দেওয়ালের রঙ। ভীষণ ভালো লাগল।
ReplyDelete