অহল্যা ও দায়বদ্ধ রাত ।। কৌশিক চক্রবর্ত্তী



চেয়ে দ্যাখো
আজকের এই রাতকেই আমি চেয়েছি
ডান পায়ের আড়ালে বিপথগামী নদী
আর বাঁ পায়ে নিঙড়ানো কচুরিপানা
সব আড়াল ভেঙে ফুটে উঠছে দেয়ালের রং-

এমন একটা রাতে আমি নগ্ন হয়েছিলাম
অনায়াসে খালি পায়ে হেঁটেছিলাম রাজপথে
এই ভিড়েও আমি সাবলীল...

বেপরোয়া...

প্রকাশ্যে পরিত্যক্ত ঘাসজমি
রাতের নিস্তব্ধতা নাকি আলোর বিরুদ্ধ আচরণ
কোন পথে হাঁটতে চেয়েছি আমি?

আজ এই রাত গ্রামকেন্দ্রিক
নদীর মধ্যিখানে পরিণত শিশমহল-

মোহনার অনির্দিষ্ট বশ্যতা তুমি এভাবেই চেয়ে রেখো অহল্যা... 

1 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. আহা। সব আড়াল ভেঙে ফুটে উঠছে দেওয়ালের রঙ। ভীষণ ভালো লাগল।

    ReplyDelete
Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।