মায়ার আড়াল ।। শুভজিৎ মন্ডল


হাসতে দেখলে ভয় পেয়োনা,
হাসির মাঝে হাজার ব্যথা কান্না থাকে চাপা;
শুনতে পেয়েও চুপ থেকে যায়,
শতো প্রিয় আপন মাঝেও থাকতে হয় একা।
কান্না শুনে ভেবোনা দুঃখ অনেক;
অশান্ত মন উদাস ভীষণ প্রফুল্লতার নিয়ম,
কাঁদতে হবে নির্জনে, তাই,
শুন্য মনের শান্ত-বাণী ভীষণ আপন,
হাসির থেকেও কান্না আমার।
ভবিষ্যতের কান্ডারি এক,
ভেবোনা, মুক্তি আমি পাবনা;
হৃদয় উজান বহ্নি শিখায় উঠছে জ্বলে দিবা-রাত্র,
পুন্য রুপী অসত্য এক-গুচ্ছ পাপের পাশাপাশি।
আমার আসন সবার উপর মৃত্যু পদতলে,
জীবন রেখায় সত্যরূপের অরূপ লীলা,
ধ্বংস শেষের শুরুর আগে, আমার,
কালের অপেক্ষার এক ছোট্ট খেলা।

2 Comments

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

  1. সত্যই মন কে প্রফুল্ল রাখ।
    অসাধারণ।

    ReplyDelete
Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।