তাহলে আর কি
চলো পূর্বপুরুষের সাথে কথা বলি
নাইট বালবের দিকে তাকাও
হাল্কা করে নীল
হৃৎপিণ্ডের ওপর হঠাৎ উল্টে পড়া ফাউন্টেন পেন
ছাপ ফেলে যাচ্ছে শামুকের ভ্রুণ
কোন এক সময় রহস্য আসে
জানা যায় নিজস্ব আলো মানেই আগুন
যা আমাদের প্রতিটা পূর্বপুরুষের নাভিতে জাগে
ওদিকে তাকাবো না
কবিতা না হোক প্রদীপ জ্বালি
যাবে? তালগাছের নিচে বাবুই বাঁসার পাশে
একটু বসব
মৃত মানুষদের মতো আকাঙখাহীন
একে অপরের দিকে তাকাবো
প্রয়োজন ফুরোলে ছুঁয়ে দেখব মহাকালে হারিয়ে যাওয়া বাদ্যযন্ত্র৷
------------------
------------------
নীলম সামন্ত