মায়ের কাছে ছেলের চিঠি ।। খাদিজাতুত তাহিরা


মা,
পত্রের প্রথমে আমার পক্ষ থেকে সালাম গ্রহন করবে৷ মা দেশের অবস্থা দেখে অশ্রুপাত হচ্ছে কিছুই তে এই বেদনা কমছে না৷তাই মা সিদ্ধান্ত নিয়েছি আগামি কাল থেকে যুদ্ধে যাবো তোমার ভাষা কে রক্ষা করে আনব৷মা তুমি আমার জন্য দোয়া কর যেন,পাক-বাহিনীর বিরুদ্ধে রূখে দাঁড়াতে পারি৷মা আমি সর্ব প্রথম তোমার মুখে মিষ্টি কথা শুনেছি সেটা হলো বাংলা ভাষা৷মা তোমার মুখের ভাষাকে কেড়ে নিতে চাই পাকিস্তানি নামক শাসকে৷তোমার ছেলের বুকে বিন্দু পরিমান রক্ত কণা থাকতে দিবো না তোমার মুখের ভাষা কেড়ে নিতে৷মা ভাষার জন্য যদি আমার প্রাণ দিতে হয় তবু আমি পিছু হুটবো না৷প্রয়োজনে জীবনকে বিলিয়ে দিবো,তবু মাতৃভাষা রক্ষা করব৷মা,আমাদের মুখে যে ভাষা প্রথম ফুটে তাকে রক্ষা করা আমাদের দায়িত্ব৷মা ভাষার জন্য পাক-বাহিনীর দল অসংখ্য মানুষের প্রান কেড়ে নিয়েছে কত শত অসহায় মানুষের প্রান কে বলি দিচ্ছে৷মা বোনের ইজ্জত নিয়ে তারা বোনকে বস্ত্রহীন করে ছাড়ছে৷তখন সেই বোনেরা নিজ থেকে প্রান দিচ্ছে কলঙ্গ নিয়ে বাঁচতে চাই না৷আবার কোনো কোনো বোনকে ধর্ষণ করে বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে রাখছে৷আমার ভাইদের রক্ত রাজপথ রাঙিয়ে তুলছে৷আমার ভাইদের রক্তকে বৃথা হতে দিবো না৷
ভাষার জন্য সোচ্ছার হতে হবে৷বাংলা ভাষা আমার প্রানের ভাষা,মায়ের ভাষা৷মা আমাকে তুমি ক্ষমা কর৷আমার জন্য দোয়া করো যেন যুদ্ধের শেষে তোমার কোলে মাথা রাখতে পারি৷পরিবারের সকলের মঙ্গল কামনা করি৷
ইতি
তোমার ছেলে৷

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।