এই জীবনে আমরা সবাই ব্যস্ত সতত থাকি,
ব্যস্ত তরে অনেক কাজ'ই পড়ে থাকে বাকি।
কাজের ফাঁকে একটু বসে দেখছি ক্যালেন্ডার,
অমনি চোখে পড়লো আমার ছুটির তারিখ দিন বার।
তারিখ দেখে পড়লো মনে এই তারিখটা চিন,
সতেরো মার্চ বাংলাদেশে খোকার জন্মদিন।
শিশু-কিশোর তোমরা সবাই খোকা'য় জানো চিনও,
চিনলে খোকায় জানতে পাবে বঙ্গ মাস আর দিনও।
বাংলাদেশের স্বাধীনতা আসে যার হাত ধরে,
সবাই তাকে ভালোবেসে রেখো আপন করে।
শেখ মুজিবুর জাতির পিতা সবাই তাকে চিনি,
স্বাধীনতায় তাঁর অবদান ভুলবো না কোনোদিনি।
ঠিকানাঃ
গ্রাম : নতুন পানিসারা,ডাকঘর: পেঁচুল, উপজেলা: শেরপুর,জেলা: বগুড়া, বাংলাদেশ।