আমি স্বপ্ন দেখি:
বৃষ্টি, রোদ্দুর, কুয়াশা, ঢেউ এবং ফুলের হাসি ।
ঐ দূর আশমানের রঙধনু ।
ছেঁড়া দ্বীপের সৈকতে লাল কাঁকড়ার বুনো উল্লাস ।
মায়াবী জ্যোৎস্না রাতে নক্ষত্রের পতন ।
বৃহন্নলার বাঁকা ঠোঁটে মুচকি হাসি আর শিস দেয়া ।
প্রচণ্ড তুষারে বাইসন ষাঁড়ের স্থির দাঁড়িয়ে থাকা ।
মানুষরূপী নরপিশাচের পৈশাচিকতা ।
প্রাণের বিদ্যাপীঠে অতিবাহিত রঙিন দিনগুলো ।
আমাজন বনের আদিম নৃ-গোষ্ঠীর কৌতূহল চাহনি ।
শীতলক্ষ্যা নদীর কালো জলে লঞ্চডুবি ।
পূর্ণিমার চাঁদের আলোয় জোনাকির গোপন অভিসার ।
সরষে ক্ষেতের আইল ধরে অষ্টাদশীর দুরন্ত পথচলা ।
কিংবা অপার মহাকাশে নবতারার বিস্ফোরণ ।
স্বপ্ন দেখি প্রেয়সীকে ।
পরিযায়ী পাখির মতো সহস্র মাইল পথ পাড়ি দেই ৷
দীর্ঘ প্রতীক্ষার পর সান্নিধ্য লাভ ৷
তার শরীরে প্রবাহিত রক্তের উষ্ণতা ও হৃদকম্পন আমাকে শিহরিত করে ৷
এক স্বর্গীয় অনুভূতি, পরম শান্তি এবং শাশ্বত ভালোবাসা।
প্রত্যাশা করি সুন্দর এবং শ্রেষ্ঠতর ভবিষ্যৎ ।
স্বপ্ন দেখি এ মৃত্যুন্মুখ গ্রহে টিকে থাকার ৷
শুভ সকাল! সত্যিই খুশির খবর যে, আমার রচিত "স্বপ্ন" কবিতাটি আজকে 'বর্ণপ্রপাত' বাংলা সাহিত্য সাময়িকীতে প্রকাশিত হয়েছে ৷ তাই, সম্মানিত সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি ৷ আমি আন্তরিকভাবে এ সাময়িকীটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি ৷ শুভ হোক এর পথচলা ৷
ReplyDelete