পথে ভীড়, ধূলো বালির সাথে
দাবি অধিকার বাতাসকে
জুড়ে নিয়েছে গুজবের মুখোশ তুলে
মনে হয় গন্তব্য অনেক দূর....
নাভিঃশ্বাসে ব্যথার গুড়ো আলাপন
কঠিন কলরবে দিয়েছে বাঁধন খুলে।
কাছে পিঠের ছোট বড় রায়বাহাদুর
রাজ কাজের গভীরে বধিরে .....
মধ্যান্তরে তাচ্ছিল্য এতিমখানায় গুঞ্জনে
সভাসদ, পারিষদের কল্পতরু......
পথের ভীড়, সমাবেশে ভাঁটা
কণ্ঠ নেমে গেছে নিচের সোপানে।
"অধিকার" অসহায়ে নোঙরখানার পাটাতনে
দাম্ভিকের পায়ের ছাপ বুকে পিঠে
ললাটে গণতন্ত্র নিয়েছে এঁকে
গুটি কতক চাঁচালো কণ্ঠ তীক্ষ্ণতায়
প্রাচীরে ফাটলে ফাটলে আলো দেখেছে
জঠোরের যন্ত্রণায় জীবন রেখে।
রাজ কাজে রাজকীয় ঝড়
এতিমখানায় কল্পতরু অরণ্যের রোদনে
বেঁকে গেছে আমজনতার তাচ্ছিল্যে
গন্তব্য মনে হয় খুব কাছে.....
সামনে বিকৃত মুখের স্যাঁতসেঁতে ভূগোল
কলঙ্কিত ইতিহাস আজ লেখকের চোখের জলে।