যতদিন না হচ্ছে
চেতনার জাগরণ
শুধু বক্তৃতা আর
লেখনীর মাধ্যমে
হবে না কোন উন্নয়ন।
চেতনা কী?সে কোথায় থাকে?
কখনও কী জেনেছো তাকে?
তোমার ভিতরেই আছে
সব শক্তির উৎস
তুমি কী তাকে খুঁজে পেয়েছো?
আমরা জীবনে সময় নষ্ট করি
অনেক বাজে কাজে
সত্যিকারের মুক্তি মিলবে
যদি চেতনাকে পাই খুঁজে।
লেখক পরিচিতি
শিক্ষক, লেখক, সাংবাদিক ও সমাজসেবী।স্কুল জীবন থেকেই লেখালেখির সূত্রপাত। বিভিন্ন ম্যাগাজিন ও পত্র-পত্রিকায় লিখেছেন। একাধিক যৌথ সংকলনে তার লেখা বেরিয়েছে।লেখালেখির জন্য একাধিক পুরষ্কার ও শংসাপত্র পেয়েছেন বা পাচ্ছেন। 2022 নিজের লেখা চারটি বই বেরিয়েছে।2023এ নিজের লেখা দুটি বই বেরিয়েছে।
,