ইতি ৷। পিঙ্কি ঘোষ

 




ইতি টেনে দেওয়া মোটেও সহজ নয় -
জীবনভর কাটাকুটি খেলায় হেরেছি বহুবার
সম্পর্কের সিঁড়িভাঙা অঙ্ক বারংবার ভুল করেছি।
সময়ের চালচিত্র রঙ বদলের প্রেক্ষাপট,
ধোঁয়াশার সূর্য রামধনুর গল্প শোনায় -
আমি হেঁটে চলেছি চর্যাপদের হাতছানিতে,
বিগত আর আগামী এক নৌকার যাত্রী।
ঝুড়ি নামানো বটগাছের ছায়ায় কান পেতে শুনি
চন্ডীদাস আর রজকিনীর অমর প্রেমগাঁথা।

বিরহ আর সব পেয়েছির দেশ কত দূরে?
............................................................

পিঙ্কি ঘোষের লেখক পরিচিতি
***************************

১৯৯৪ সালের ২৫ শে মার্চ কলকাতায়  জন্মগ্রহন করেন। ২০১৫ সালে কলকাতা বিশ্ব বিদ্যালয় থেকে দর্শনে এম.এ. পাশ করার সাথে সাথেই নিয়মিত কবিতা ও প্রবন্ধ লেখা অব্যাহত থাকে, প্রথম কাব্যগ্রন্থ "একমুঠো প্রেম", দ্বিতীয় কাব্যগ্রন্থ কবি তীর্থঙ্কর সুমিতের সাথে " চিহ্ন স্মৃতির অন্য পৃথিবী"। 2022 সালে তাঁর উদ্যোগে"বিশ্ব বঙলা সাহিত্য পরিষদ" স্থাপিত হয়, দেশের বাইরেও যথা - বাঙলা দেশ, প্যারিস, নিউজার্সি, সৌদি আরব এবং উত্তর আমেরিকার নিউইর্য়ক এর দেশ পত্রিকাতেও নিয়মিত লিখে চলেছেন।

Post a Comment

মন্তব্য বিষয়ক দায়ভার মন্তব্যকারীর। সম্পাদক কোন দায় বহন করবে না।

Previous Post Next Post

আপনিও লেখুন বর্ণপ্রপাতে

ছড়া-কবিতা, গল্প, প্রবন্ধ ( শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লোকসাহিত্য, সংগীত, চলচ্চিত্র, দর্শন, ইতিহাস-ঐতিহ্য, সমাজ, বিজ্ঞান বিষয়ক আলোচনা ও প্রবন্ধ), উপন্যাস, ভ্রমণকাহিনী, গ্রন্থ ও সাহিত্য পত্রিকার আলোচনা ও সমালোচনা, চিঠি, সাহিত্যের খবর, ফটোগ্রাফি, চিত্রকলা, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন। ইমেইল bornopropat@gmail.com বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।