"তোমাকে ভালোবাসি বলেই হয়ত, আজ নিরন্তর পথচলা অসীম আকাশের নীড়ে,
তোমাকে ভালোবাসি বলেই হয়ত, অজানা গন্তব্যে ছুটে চলি হাজারো ভীড়ে!
তোমাকে ভালোবাসি বলেই হয়ত, অতল সমুদ্রের গভীরতার কারণ খুজি তাই,
তোমাকে ভালোবাসি বলেই হয়ত, জীবন শেষ নিশ্বাসে আটকে থাকা আশ্বাস খুঁজে পায়"।
“তোমাকে ভালোবাসি বলেই হয়ত, রক্তহীন বিলেতের এই ব্যস্ত নগরীতে আমি নিশ্বাস নিতে পারি,
তোমাকে ভালোবাসি বলেই হয়ত, সবকিছু মিছে আর তোমাকে সত্য মনে করি!
তোমাকে ভালোবাসি বলেই হয়ত, এই পরিপূর্ণ বয়সেও প্রেমময় লাগে সব;
তোমাকে ভালোবাসি বলেই হয়ত, ভালোবাসার অযুহাত খুঁজি খুব।”